রোহিঙ্গা সংকট: বাংলাদেশকে সহযোগিতা করছে তুরস্ক’

পপুলার২৪নিউজ ডেস্ক :

রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে তুরস্ক সহযোগিতা করছে বলে রোববার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি।

‘ভিজিট বাংলাদেশ ২০১৮’ প্রোগ্রাম উপলক্ষে তুরস্ক, কানাডা, সৌদি আরব, জাপান, ওমান, ব্রাজিল, ইথিওপিয়া, ভারত, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের সঙ্গে ঢাকা এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

২০১৭ সারের সেপ্টেম্বর মাসে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু ও ফার্টলেডি এমিনি এরদোগানের ঢাকা সফর নিয়েও রোববার সন্তুষ্টি প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক আমাদের সমর্থন করছে। রোহিঙ্গা ইস্যুতে অনেক বিষয় রয়েছে। যেসব বিষয়ে আমরা তুরস্কের সমর্থন পাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধশারীরিক সম্পর্কে আপত্তি, ক্ষোভে স্ত্রীর শিরশ্ছেদ করলেন স্বামী
পরবর্তী নিবন্ধমাদক আইনের অপপ্রয়োগে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী