যশোরে যুবলীগ নেতা রিপন গ্রেফতার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

যশোর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান রিপন ওরফে ডিম রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে শহরের মোল্লাপাড়ার বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তিনি।

এদিকে এ ঘটনার জেরে রাতেই শহরের মনিহার এলাকায় সড়ক অবরোধ করেন তার সমর্থকরা।

যদিও কোতোয়ালি থানার ওসির দাবি, মনিহার এলাকায় সড়ক অবরোধ হয়নি।

তবে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস জানান, আধা ঘণ্টা অবরোধের পর প্রত্যাহার করা হয়েছে।

রাতে মনিহার এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তার ওপর গাড়ি আড় করে দিয়ে অবরোধ করা হয়েছে। মনিহার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, সাইদুর রহমান রিপন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনার পর তার কর্মী বাহিনী বিক্ষোভ করেছে। কিন্তু পরে তারা বুঝতে পেরেছে নেতার সমস্যা আছে। তাই কর্মীরা ফিরে গেছেন। মনিহার এলাকায় সড়ক অবরোধ হয়নি।

যশোর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস জানান, তার কমিটির সদস্য সাইদুর রহমান রিপনকে পুলিশ রাতে গ্রেফতার করেছে। এ ঘটনা বিক্ষুব্ধ কর্মীরা মনিহার এলাকায় অবরোধ করে। আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে ‘ক্লোনিংয়ের’ নামে নতুন প্রতারণা
পরবর্তী নিবন্ধপিএসজির গোলোৎসব, এমবাপ্পের ১ হালি