রাজশাহী সিটি মেয়র দায়িত্ব নিয়েই লিটন

রাজশাহী নগরীর উন্নয়নে কাজ করার অঙ্গিকার করেছেন সিটি মেয়র (রাসিক) এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার বিকেলে রাসিক মেয়র হিসেবে দায়িত্বভার নেয়ার পর বক্তৃতায় তিনি এ অঙ্গিকার করেন।

বিকেলে নগর ভবনের গ্রীণ প্লাজায় আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। এতে রাসিক নবনির্বাচিত পরিষদের ৩০ কাউন্সিলর ও ১০ সংরক্ষিত নারী কাউন্সিলর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

মেয়র লিটন বলেন, মেয়রের কাজ শুধু রাস্তা-ঘাট পরিষ্কার, ড্রেন পরিষ্কার ও মশক নিধন নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দেশের সার্বিক উন্নয়ন করছেন, তেমনি তিনিও নগরীর মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে চান।

বিপুল ভোগে নির্বাচিত করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। এজন্য আমি সবার কাছে ঋণী। আমি এই ঋণ পরিশোধ করতে পারব না। করতেও চাই না। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই।

তিনি আরও বলেন, রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করতে চাই। রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন আগামী তিন/চার মাসের মধ্যে চালু করা সম্ভব হবে। এছাড়া রাজশাহী-কলকাতা ট্রেন চালু করবো। রাজশাহীতে বিগত সময়ে শিল্পায়ন হয়নি। শিল্পায়ন করা হবে। এসময় নগরবাসীকে দেয়া সব প্রতিশ্রুতি পুরণেরও অঙ্গিকার করেন মেয়র।

অনুষ্ঠানে মেয়র লিটন পত্নী ও নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতারও বক্তব্য রাখেন। রাজশাহীকে আবারও বদলে দিতে সবার পরামর্শ ও সহায়তাও চান তিনি। মেয়রপত্নী বলেন, আগামীতে রাজশাহী শুধু দেশের মধ্যে নয়, বিশ্বের মানচিত্রে রাজশাহীর নাম জলজল করবে। রাজশাহী হবে শ্রেষ্ঠ নগরী।

এর আগে বিকেল তিনটার দিকে সিটি করপোরেশনের কাউন্সিলদের সঙ্গে নিয়ে নগরভবনে যান এএইচএম খায়রুজ্জামান লিটন। নগরভবনে পৌঁছালে সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ নবনির্বাচিত মেয়রকে ফুলের শুভেচ্ছা জানান। এরপর জাতীয় পতাকা ও সিটি করপোরেশনের পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়ান তিনি।

পূর্ববর্তী নিবন্ধভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে মুক্তি দিন: ফখরুল