পপুলার২৪নিউজ প্রতিবেদক
ভোটের আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেয়াকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আসন্ন নির্বাচনের আগে গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ নির্ধারণ করাটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দম বন্ধ করা পরিস্থিতির সুযোগের সদ্ব্যবহার করতেই এ মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে।
সরকারের নির্দেশেই মামলার রায় হচ্ছে বলে দাবি করেন বিএনপির এ নেতা।
রিজভী বলেন, গ্রেনেড হামলার রায় ঘোষণার আগেই মন্ত্রীরা বলেছেন- এ রায়ের পর নাকি বিএনপি আরও বিপদে পড়বে। তার মানে এটি সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে, ২১ আগস্টের রায় কি তা হলে সরকারের ডিকটেশনে (নির্দেশনায়) লেখা হচ্ছে?’
এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, আইনি প্রক্রিয়াকে হাতের মুঠোয় নিয়ে কুটিল চক্রান্তের মাধ্যমে ২১ আগস্ট হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভিকটিম করা হয়েছে। মনের ঝাল মেটাতে ২১ আগস্ট মামলায় প্রকৃত অপশক্তিকে পর্দার অন্তরালে রেখে বিচার চলাকালীন চার্জশিট ফিরিয়ে এনে সম্পূরক চার্জশিট তৈরি করে তারেক রহমানের নাম জড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মো. শাজাহান, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।