পপুলার২৪নিউজ প্রতিবেদক:
চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ভোগ্যপণ্যের অধিক ব্যবহার এবং সরকারি বিনিয়োগ বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হবে। তবে গত অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৮’-এর প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর রফতানির অবস্থা স্থিতিশীল থাকবে, তবে আমদানির গতি ধীর হবে। এ ছাড়া শিল্প খাতে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বাড়বে এবং স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, এডিবির সিনিয়র ইকোনমিস্ট সুন চ্যাং হং, এডিবির টিম লিডার অ্যান্ড এক্সটারনাল রিলেশনস গোবিন্দ বার, প্রিন্সিপাল কান্ট্রি স্পেশ্যালিস্ট জয়তসানা ভার্মা প্রমুখ।