তামিমিকে ফিলিস্তিনের বাইরে যেতে বাধা দিচ্ছে ইসরাইল

পপুলার২৪নিউজ ডেস্ক:

নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে ওঠা বীরকন্যা আহাদ তামিমিকে দেশের বাইরে যেতে বাধা দিচ্ছে ইসরাইল।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির ওয়ার্ল্ড সার্ভিসের সাংবাদিকদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলবার তার উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলের বাধার কারণে তিনি ইরান যেতে পারেননি।

তবে তিনি উপস্থিত থাকতে না পারলেও বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় ওই অনুষ্ঠানে।অনুষ্ঠানে আহাদ তামিমির পাঠানো একটি ভিডিও ক্লিপ দেখানো হয়েছে। সেখানে তিনি বলেছেন, ইরানের সঙ্গে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হোক ইসরাইল তা চায় না। আমি ইসলামী বিপ্লবের দেশ ইরান সফর করতে খুবই আগ্রহী। কিন্তু দখলদাররা সে অনুমতি দিচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার
পরবর্তী নিবন্ধ১০ সুন্দরী নিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’