ছাতক-দোয়ারার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে নতুন একাডেমিক ভবন

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন ও ৬টি মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন হয়েছে।
জানা যায়, এসব ভবনে মাল্টিমিডিয়া ক্লাসরুম সুবিধা থাকবে। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি মাথায় রেখে হাওর, বিল ও নদী ভাঙ্গন কবলিত এবং পাহাড়ি এলাকায় ভবনগুলো নির্মাণ হবে। বন্যায় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে এই ভবন। অন্তত সাতটি শ্রেণি বিন্যাসে হবে ভবনগুলোর নকশা। যা বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। ভবনগুলোয় থাকবে সুপ্রশস্ত বারান্দা, ছেলে ও মেয়েদের জন্য পৃথক টয়লেট, পানি সরবরাহ, মেয়েদের জন্য পৃথক কমনরুম, শিক্ষকদের জন্য একটি কক্ষ থাকবে।
ছাতক উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলো হলো পাইগাওঁ উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়, খুরমা উচ্চ বিদ্যালয়, সিবিপি উচ্চ বিদ্যালয়, শুকুরুন নেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, ধারন নতুন বাজার উচ্চ বিদ্যালয়। দোয়ারাবাজারের ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়, সোনালী চেলা উচ্চ বিদ্যালয়, টেংরা উচ্চ বিদ্যালয়।
ছাতক উপজেলার মাদ্রাসা গুলো হলো, জাহিদপুর জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা, নুরুল্লাহপুর ইসলামী দাখিল মাদ্রাসা, খরিদিচর সিনিয়র আলীম মাদ্রাসা। দোয়ারাবাজার উপজেলার বরইউরি আলিম মাদ্রাসা, দ্বীনেরটুক দারুল কোরআন আলীম মাদ্রাসা, শাহজালাল রাহমানীয়া ইসলামীয়া ফতেহপুর কামিল মাদ্রাসা।
ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকার শিক্ষাক্ষেত্রে দেশে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে এবং দেশের শিক্ষার ভীত মজবুত করতে সরকার কাজ করে যাচ্ছে। দেশে প্রাথমিক বিদ্যালয়ের জন্যে হাজার হাজার দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করছে এ সরকার।

পূর্ববর্তী নিবন্ধশাল্লায় ছাদের পলেস্তরা খসে পড়া স্কুল ভবনে ঝুঁকিপূর্ণ পাঠদান
পরবর্তী নিবন্ধখালেদাকে মাইনাস করতে ড. কামালের নেতৃত্বে মাঠে নেমেছে বিএনপি: নাসিম