পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সারাদেশে চার হাজার মামলা এবং তিন লাখেরও বেশি মানুষকে আসামি করার কারণ জানতে চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। আবেদনে একই সঙ্গে এ বিষয়ে তদন্ত কমিশন গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিতাই রাই চৌধুরী ও সানাউল্লাহ মিয়া এ রিট আবেদন করেন। আগামীকাল সোমবার এ রিট আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
রিট আবেদনের বিষয়টি আইনজীবী খন্দকার মাহবুব হোসেন নিশ্চিত করে জানান, ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত এসব মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা দায়ের করে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার ও ভয়ভীতি দেখানো হচ্ছে। রিটে এর কারণ এবং বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।