মালয়েশিয়ায় ভেজাল মদ খেয়ে ১৫ জনের মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক:

মালয়েশিয়ায় ভেজাল মদ খেয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

সোমবার সুঙ্গাই বুলু, গোমবাক ও কাজাং হাসপাতালে ১৫ জনকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র জানায়, এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩৩ জন।

পুলিশ এরই মধ্যে মদ বিক্রি করার অপরাধে দুই দোকানি নেপাল ও মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে। মৃত ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি তা নিশ্চিত হওয়া যায়নি।এক বাংলাদেশির কারাদণ্ড : মালয়েশিয়ার জহরবারুতে মো. মহিউদ্দিন মামুন নামে এক বাংলাদেশিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুধু কারাদণ্ডই নয় ৩০ হাজার রিঙ্গিত সমপরিমাণ বাংলাদেশি ৬ লাখ টাকা ও দুটি বেত্রাঘাতের (রতান) রায় দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, ১৪টি পাসপোর্ট এবং টুরিস্ট ভিসার অপব্যবহারের অভিযোগে সোমবার এ রায় দেন বিচারক জাহিদাহ মোহাম্মদ ইউসুফ। মহিউদ্দিনকে ২৭ আগস্ট জালান ওয়ং আহ ফুক, জোহর বারুতে ভাড়াটে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতকে কাঁপিয়ে হারল হংকং
পরবর্তী নিবন্ধপাতে ভাত নেই হাতে হাতে অস্ত্র