ট্রাফিক আইন অমান্যেয় ৫২ লাখ টাকার মামলা

সেপ্টেম্বরকে ট্রাফিক সচেতনতা মাস ঘোষণা করে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার (১৭ সেপ্টেম্বর) এই অভিযানে ট্রাফিক আইন অমান্যের জন্য শুধুমাত্র ঢাকার সড়কে ৫২ লাখ টাকার মামলা দিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, সোমবার ঢাকার ট্রাফিক-উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম বিভাগে অভিযানে মোট ৬১৯৮টি মামলা দেয়া হয়েছে। এতে মোট ৫২ লাখ ৩৫ হাজার ৫০ টাকার জরিমানা করা হয়।

এছাড়াও গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১০৭টি, হুটার বা বিকনলাইট ব্যবহারের জন্য ৯টি, পুলিশ স্টিকার লাগানোর জন্য ২টি ও মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২০টি মামলা দেয়া হয়। গাড়ি চালানোর সময় মোবাইল বা এয়ারফোন ব্যবহারের জন্য মামলা খেয়েছেন ৩০ জন চালক।

ডিএমপি আরও জানায়, উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
পরবর্তী নিবন্ধতেলেগু সিনেমার নায়িকা বাংলাদেশের মেঘলা