আইয়ুববিরোধী আন্দোলনের কিংবদন্তি শাহ আজিজ আর নেই

 পপুলার২৪নিউজ ডেস্ক:

আইয়ুববিরোধী আন্দোলনের কিংবদন্তি সাবেক ছাত্রনেতা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান(৭৯) আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)।

রোববার সকাল ৮টায় সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম শাহ আজিজ দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

স্বজনরা জানান, মরহুমের প্রথম জানাজা আজ বাদ জোহর সিলেট হযরত শাহ জালাল (র.) দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আজ বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউপির খুজগীপুর মানউল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী শাহ আজিজুর রহমান ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে সিলেটের ছাত্র গণজাগরণের অবিসংবাদিত নেতা, যার সাহস ও ত্যাগের রাজনীতি আইয়ুববিরোধী আন্দোলনকে গোটা পূর্বপাকিস্তানে বেগবান করেছিলেন।

এই সময় তিনি কারাবরণ করে সিলেটের আন্দোলনকারীদের গর্বিত করে ছিলেন, আর সৃষ্টি হয়েছিল ইতিহাসের এক নতুন অধ্যায়। ছয় দফা আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দেয়ার মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পালন করেছিলেন তিনি।

সত্তরের নির্বাচনে একজন ছাত্রনেতা হিসেবে বঙ্গবন্ধুর নৌকার বিজয়ে অনন্য ভূমিকা রেখেছিলেন। স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করে একজন মুক্তিযোদ্ধা হিসেবে ছিলেন শীর্ষদের মধ্যে অন্যতম।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর প্রতিশোধ নিতে কাদের সিদ্দিকীর সঙ্গে যোগ দেন। জাতীয় প্রতিটি দুঃসময়ে অগ্রভাগে থেকে সিলেটের অন্যতম কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন।

ছাত্র সংগ্রাম পরিষদ, মুক্তিযোদ্ধা, সংগঠক ও আওয়ামী লীগের একজন ত্যাগী নেতার পাশাপাশি ১৯৮৯ সালে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৯৬ সালে আ.লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে সিলেট-২ আসনে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় পার্টির কবল থেকে সিলেট-২ আসনটি উদ্ধার করেন। তৎকালীন সংসদ সদস্য হয়ে জনগণের উজাড় করা ভালোবাসায় সিক্ত হয়েছিলেন শাহ আজিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধজাবিতে শিক্ষকদের তালাবদ্ধ করে আন্দোলনে শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয়: মেডিকেল বোর্ড