রোবটের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সদস্যদের উদ্ভাবিত একটি রোবটের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা রোবটকে প্রশ্ন করেন হোয়াট ইজ ইয়োর নেম, হাউ আর ইউ এবং হোয়াট ইজ দ্যা নেম অব দ্য ফাদার অব দ্য নেশন। রোবটটি উত্তরে বলে, মাই নেম ইজ মি. টিব্যাট। দ্বিতীয় প্রশ্নের উত্তরে টিব্যাট বলে ফাইন। শেষ প্রশ্নের জবাব রোবটটি দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ ফাদার অব দ্য নেশন।

এর আগে রোবটটিকে শেখ হাসিনার সামনে হাজির করা হলে প্রথমেই সে প্রধানমন্ত্রীকে স্যালুট জানায়।

শনিবার সকালে আইডিইবির জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রোবটের সঙ্গে এ কথোপকোথন হয় শেখ হাসিনার। সকাল ১০টায় তিনদিনের এ সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

পূর্ববর্তী নিবন্ধহাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে পানিতে গাড়ি
পরবর্তী নিবন্ধতাড়াশে ধর্ষণের পর প্রতিবন্ধী তরুণীকে হত্যা