পপুলার২৪নিউজ ডেস্ক:
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে শতাধিক বিক্ষোভকারী। শুক্রবার রাতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার ইসরায়েলি সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে সাদি-আব্দেল-আল নামের ১১ বছরের এক কিশোর রয়েছে।
ইসরাইলি সেনা কর্তৃপক্ষের দাবি, প্রথমে প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী বিভিন্ন পয়েন্টে জড়ো হয়। এরপর তারা সীমান্তের বেড়া ভাঙার চেষ্টা করলে সেনাবাহিনী গুলি ছোড়ে। এ সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ও আগুনের গোলা নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা।
হাশেম হাসান নামে এক ফিলিস্তিনি জানান, সাদি আব্দেল-আল কয়েকটা পাথর ছুড়েছিল। যা অল্প কিছুদূর গিয়েছিল মাত্র। ইসরাইলি সেনাদের কাছেও যায় নি। তারা প্রায় ৭০ মিটার দূর থেকে গুলি করে সাদিকে হত্যা করেছে।