বস্টনে গ্যাস পাইপ লাইনের ৭০ স্থানে বিস্ফোরণ ও আগুন

পপুলার২৪নিউজ ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনের ম্যাসাচুসেটসের গ্যাস পাইপ লাইন বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। খবর: ওয়াশিংটন পোস্ট

এ বিস্ফোরণে একজন নিহত ও ১২ জন আহত হবার কথা জানা গেছে। আহতের স্থানীয় লরেন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস পাইপ লাইনের মোট ৭০টি স্থানে বিস্ফোরিত হয় এবং এর ১৮ টির বেলায় অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েয়েছে ম্যাসাচুয়েটস স্টেট পুলিশ।

দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রনে আনলেও এর মধ্যে ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

প্রাথমিকভাবে গ্যাসের পাইপ লাইনে চাপ বেড়ে যাওয়াতে এসব বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে পুলিশ দাবি।

স্থানীয়দের বর্ণনায়, হঠাৎ বিকট শব্দে ফেটে পড়ে পুরো এলাকা। এরপর একেএকে বিস্ফোরণের শব্দ চলতেই থাকে।

অনেক বাড়িতে আগুন লেগে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আতঙ্কে ঘরছাড়া ম্যাসাচুয়েটসবাসীরা।

কয়েকদিন আগেই গ্যাস পাইপ লাইন মেরামতি করা হবে বলে ঘোষণা করেছিল বলে জানান স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধলবিস্ট নিয়োগ করে লাভ হবে না: ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধ‘জান্নাত’ সিনেমার প্রদর্শনী বন্ধ