নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে তারা। এ সময় দেশে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় সেজন্য সরকারি নিদের্শনা মোতাকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে বিজিবি।

সোমবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

সম্প্রতি ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ে ৪৭তম সীমান্ত সম্মেলন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত ৩ সেপ্টেম্বর- ৮ সেপ্টেম্বর দিল্লীতে অনুষ্ঠিত ডিজি পর্যায়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সম্মেলন বৈঠকের অগ্রগতি সংক্রান্ত বিষয় জানাতে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।
দুই সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করছে জানিয়ে বিজিবির ডিজি বলেন, ২০০১ সালে ৭১ জন, ২০১০ সালে ৬০ জন, ২০১৫ সালে ৪৫ জন, ২০১৬ তে ৩১ জন, ২০১৭ সালে ২২ জন ও চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত একজন হত্যার শিকার হয়েছেন। সেক্ষেত্রে আমরা আশা করছি এই হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারবো।
পূর্ববর্তী নিবন্ধসব রাজনৈতিক দল নির্বাচনে আসবে : ইসি সচিব
পরবর্তী নিবন্ধকারও মুখের দিকে তাকিয়ে মনোনয়ন দেয়া হবে না: প্রধানমন্ত্রী