যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে একাট্টা ইরান- রাশিয়া

পপুলার২৪নিউজ  ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে বলেছেন, সিরিয়া সংকটকে কেন্দ্র করে ইরান ও রাশিয়ার মধ্যকার সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে অনুকরণীয় আদর্শে পরিণত হয়েছে।

বিশ্বের অন্য সংকট নিরসনের ক্ষেত্রেও এ সহযোগিতা অব্যাহত থাকতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।

শুক্রবার তেহরানে ইরান, তুরস্ক ও রাশিয়ার শীর্ষ নেতাদের সিরিয়া বিষয়ক বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যান। খবর আনাদোলুর।

এ সময় আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ইরান ও রাশিয়া যৌথভাবে যে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারে তার অন্যতম হচ্ছে আমেরিকার খবরদারি প্রতিহত করা। কারণ, ট্রাম্প বিশ্ব মানবতার জন্য একটি বিপদ এবং তাকে প্রতিহত করা সম্ভব।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিনীরা সিরিয়ায় সত্যিকার অর্থে পরাজিত হয়েছে এবং তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। ইরান, তুরস্ক ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে এই তিন দেশের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরাইলি গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত
পরবর্তী নিবন্ধ‘মিয়ানমারের বিচারের এখতিয়ার নেই আইসিসির’