চীনের কাছে শেয়ার বিক্রির ৯৪৭ কোটি টাকা পেয়েছে ডিএসই

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার বিক্রির ৯৪৬ কোটি ৯৮ লাখ ২৬ হাজার ৬৪৫ টাকা অ্যাকাউন্টে জমা দিয়েছে চীনা জোট। সোমবার বিকেলে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে ২৫ শতাংশ শেয়ারের বিনিময়ে এ অর্থ দিয়েছে চীনের দুই পুঁজিবাজার সাংহাই ও শেনজেন স্টক এক্সচেঞ্জ। গত ১৪ মে’র চুক্তির আলোকে চীনা কনসোর্টিয়াম ডিএসইর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে নন-রেসিডেন্ট ইনভেসটরস অ্যাকাউন্টের (নিটা) এই অর্থ ছাড় করেছে।(নিটা অ্যাকাউন্ট হচ্ছে অ-বাংলাদেশি তথা বিদেশি ও নন-রেসিডেন্ট ব্যাংলাদেশি (বাংলাদেশি কিন্তু অন্য দেশে বসবাসরত) নিটা অ্যাকাউন্টের মাধ্যমেই শেয়ার ব্যবসা করতে পারে। আর এই হিসাবের মাধ্যমে বিনিয়োগের মুনাফা বা লভ্যাংশ দেশের বাইরে নিতে পারে।) এই লক্ষ্যে চীনা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দল রোববার ঢাকায় আসেন। এরপর সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশে বিও অ্যাকাউন্ট খুলে চীনা জোট। তারপর সোমবার বিকেলে অর্থ ট্রান্সফার করা হবে। ডিএসইর অর্থের মালিক ২৪৭ জন শেয়ারহোল্ডার।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের জন্য বর্তমান সংসদ ভাঙবে না: আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধজাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত