নেপাল সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বঙ্গোপসাগরের উপকূলবর্তী সাত দেশের জোট বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলন নিয়ে রোববার বিকালে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেপাল থেকে ফেরার দুদিন পর আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী রোববার বিকাল ৪টায় সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ৪র্থ ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে সরকারি সফরে নেপাল যান। ওই দিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং ভুটানের সরকারপ্রধান দাশো শেরিং ওয়াংচুকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ আগস্ট দেশে ফেরেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচলনবিলে নৌকাডুবি: বাকি দুজনের লাশও উদ্ধার
পরবর্তী নিবন্ধগরুর গুঁতায় হাসপাতালে বিজেপি নেতা