সাংবাদিক নদী হত্যা : ৩ দিনের রিমান্ডে সাবেক শ্বশুর  

পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার প্রধান আসামি শিল্পপতি আবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আবুল হোসেনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক অরবিন্দ। শুনানি শেষে আদালত আবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক অরবিন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে শহরের মজুমদারপাড়ায় তার ভাড়া বাসার সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সাবেক স্বামী রাজিব হোসেন ও সাবেক শ্বশুর শিল্পপতি আবুল হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে ছয়জনকে আসামি করে মামলা করেছেন সুবর্ণার মা। বুধবার দুপুরে মামলার প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেফতার দেখায় পুলিশ। তিনি পাবনার ইড্রাল ফার্মাসিউটিক্যালস (ইউনানি) ও শিমলা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক।

পূর্ববর্তী নিবন্ধজেএসসি-জেডিসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
পরবর্তী নিবন্ধনির্বাচনে সবার অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ: ব্রিটিশ প্রতিমন্ত্রী