শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ

পুলার২৪নিউজ প্রতিবেদক:
শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
আজ দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

২৪ ক্যারেটের স্বর্ণবারগুলোর মোট ওজন ৩ কেজি ৭৩০ গ্রাম ও আনুমানিক মূল্য এক কোটি ৬০ লাখ টাকা।  তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের বিমানবন্দর ইউনিটের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে বিমান অবতরণের আগেই শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেন।  বিমান অবতরণের পরপরই সহকারী পরিচালকসহ একটি টিম বিমানের ভেতরে ঢোকেন। কর্মকর্তারা মালিকবিহীন একটি ব্যাগ উদ্ধার করেন। এরপর ব্যাগ তল্লাশি করে ৩২ পিস স্বর্ণবার পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধনাসিরের সঙ্গী ইনজুরি-কেলেঙ্কারি!
পরবর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা