পপুলার২৪নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও বিয়ারসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব সদস্যরা। সোমবার ভোর ও রোববার রাতে সাবরাং ও টেকনাফ সদরে পৃথক এ অভিযান চালানো হয়।
টেকনাফ থানা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, টেকনাফের সাবরাং ডেইলপাড়া এলাকার সোনা আলীর বাড়িতে ইয়াবা মজুদের খবর পেয়ে রোববার রাতে অভিযান চালায় পুলিশ।
এ সময় ডিগলিয়ারবিল গ্রামের নুর আহাম্মদের ছেলে মো. ইসমাইল (৪৬) এবং ডেইলপাড়া গ্রামের ইসলামের ছেলে আব্দুর রহমানকে (১৯) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
এদিকে, সোমবার ভোরে টেকনাফ সদরের বড়ইতলি এলাকায় অভিযান চালিয়ে ৯৩৩ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৭ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ কিল্লাপাড়ার হারুন অর রশিদের ছেলে রফিক (২৭) ও টেকনাফের হ্নীলা মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকার জাকারিয়ার ছেলে সলিমুল্লাহ (২৩)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান।