সার্ভারে যান্ত্রিক ত্রুটি: কমলাপুরে আবার ট্রেনের টিকিট বিক্রি শুরু

পপুলার ২৪নিউজ প্রতিবেদক

সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে।

শনিবার সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়।

সকাল ১০টা ২৩ মিনিটে সার্ভারে ত্রুটি দেখা দিলে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। প্রায় ৫৩ মিনিট পর সার্ভার সচল হলে বেলা সোয়া ১১টার দিকে আবার টিকিট বিক্রি শুরু হয়।

ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সার্ভারে ত্রুটির কারণে প্রায় ৫৩ মিনিট টিকিট বিক্রি বন্ধ ছিল। সমস্যা সমাধান হয়েছে। যথানিয়মে আবার টিকিট বিক্রি শুরু হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, প্রচণ্ড চাপের কারণে সার্ভার ত্রুটি দেখা দিয়েছিল। তবে প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট পেতে শনিবার ভোর থেকেই যাত্রীরা ভিড় করেন কমলাপুর রেলস্টেশনে। অনেকেই শুক্রবার রাত থেকেই স্টেশনে অবস্থান করছেন।

গত চারদিন ধরে বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। প্রতিদিনই টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় ছিল।

তবে অন্য যেকোনো দিনের চেয়ে আজ ভিড় সবচেয়ে বেশি। কারণ, চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দুদিন আগের টিকিট বিক্রি হচ্ছে আজ।

শেষ পর্যন্ত সবাই টিকিট পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবু ঘণ্টার পর ঘণ্টা ধরে রোদ আর গরমের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

এবার ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হয়েছে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত রয়েছে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে।

ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এর আগে গত মঙ্গলবার ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতক্ষীরায় কিশোর-কিশোরীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধনিজের সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস করলেন নায়িকা জাহ্নবি!