বিএনপি ড.কামাল আর গুন্ডাদের ভাষার মধ্যে পার্থক্য নেই: হাছান

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপি নেতাদের এবং ড. কামাল হোসেনের ভাষা আর গুন্ডাদের অ্যাকশনের ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয়তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ আয়োজিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৮তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গুন্ডাতন্ত্র প্রসঙ্গে ড. কামাল হোসেনের বক্তব্যের কড়া সমালোচনা করে হাছান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল-কলেজের ড্রেস পরিয়ে কারা বিএনপি জামাতের গুন্ডাদের নামিয়েছিলেন, কারা স্কুলের ব্যাগের মধ্যে চাপাতি এবং পাথর রেখেছিলেন, কারা সাংবাদিকদের ওপর হামলা এবং হেনস্তা করেছেন তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেরিয়ে আসছে।

তিনি বলেন, ড. কামাল হয়তো সেগুলোর কথাই বলেছেন। তাই উনার ভাষার মধ্যে আর গুন্ডাদের শারীরিক অ্যাকশনের ভাষার মধ্যে আমি পার্থক্য খুঁজে পাচ্ছি না।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর ‘শিক্ষার্থীদের আন্দোলন কখনো বন্ধ করা যাবে না’ বক্তব্যের কড়া সমালোচনা করে হাছান বলেন, শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে এবং প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নেয়ায় আনন্দ মিছিল করেছে। তারা বুঝতে পেরেছে তাদের মধ্যে বিএনপি-জামায়াতের ক্যাডাররা (গুন্ডা) প্রবেশ করেছিল এবং এই ক্যাডারদের (গুন্ডা) কারা নামিয়েছিল।

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব শুধু সংসারকে আগলে রেখেছেন তা নয় আওয়ামী লীগকেও আগলে রেখেছিলেন। সেই জন্য আজকে বঙ্গবন্ধুর যত অর্জন তার সঙ্গে যে নামটি ইতিহাসের পাতায় জুড়ে আছে সেটি হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউছুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভারত থেকে ‘বোমা মিজানকে’ ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  
পরবর্তী নিবন্ধনওশাবা আবারও দুই দিনের রিমান্ডে