ঈদকে সামনে রেখে রাজধানীর কেনাকাটার এখনো জমে উঠেনি

পপুলার২৪নিউজ এস কে কাউছার হামিদ :

আর ১২ দিন বাদে ঈদুল আযহায়। তাই পণ্য পরসা সাজিয়ে রেখেছে রাজধানীর শপিং কমপ্লেক্স গুলোতে। তবে ঈদকে সামনে রেখে রাজধানীর মার্কেট গুলোতে এখনো জমে উঠেনি।

আজ শুক্রবার গুলিস্তান, ফার্মগেট, মৌচাক সহ রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়। রাজধানীর ফার্মগেট সেজান পয়েন্ট আশা ফ্যাশনের কর্মকর্তা আব্দুল জাহেদ পপুলাল২৪নিউজকে জানান বেচাকেনা এখনো বাড়েনি, আমরা বিভিন্ন রকমের কালেকশন রেখেছি।

বাচ্চাদের পোশাক বিক্রেতা বাবু মার্কেটের মো. রাসেল বলেন এখনো আমাদের মহাজন ভালো ভাবে মালামাল তুলেনি তাই বিক্রি কম হচ্ছে।

এইদিকে মৌচাক মার্কটের শাড়ী বিক্রেতা বাদল হোসাইন পপুলার২৪নিউজকে বলেন, রাজধানীর ৪ থেকে ৫ টি মর্কেটের এর মধ্যে মৌচক মার্কেট অন্যতম। যেখানে আগে বিক্রি হতো দৈনিক ৩০ থেকে ৪০ হাজার টাকা সেখানে এখন ১০ থেকে ১৫ হাজার টাকা বিক্রি করতে হিমশিম খাচ্ছি, বেতন ও ঠিক মত পাচ্ছিনা, বাদল আরও বলেন, সাধারণ এখনো চকুরী জিবিরা  বেতন বনস পাইনাই।

সেজন্য তাদের কাছে টাকা পয়াসা কম আর কোরবানীর পশু নিয়ে সকলে ব্যাস্ত । তাই লোক জন তাদের রুচি-শীল পোশাক সবসময় কম বেশী কিনে থাকেন আর ঈদ আসলে তাদের চাহিদা মত নিয়ে থাকেন। তিনি বলেন, আগে আমরা শুধু মাত্র বিদেশী শাড়ী বিক্রি করতাম কিন্তু এখন পাশাপাসি দেশীও বিক্রি করে থাকি।

এ ছাড়াও রাজধানীর বিভিন্ন মার্কেট গুলোতে একই চিত্র দেখা গিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে শিক্ষক আবদুর রহমান অসুস্থ্য, দোয়া কামনা
পরবর্তী নিবন্ধজয়পুরহাটে এটিএম বুথ লুট করতে না পেরে নৈশপ্রহরীকে খুন