আজ থাইল্যান্ডে শুরু হচ্ছে ৪র্থ ইউএস- বাংলাদেশ সিএফটি সম্মেলন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আজ থাইল্যান্ডে শুরু হচ্ছে ৪র্থ ইউএস-বাংলাদেশ সিএফটি শীর্ষক এ সম্মেলন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান নেতৃত্বে বাংলাদেশ থেকে ২৯ জন ব্যাংকের এমডির যাওয়ার কথা থাকলেও ২৩ ব্যাংকের এমডিরা গেছেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আজ বুধবার থেকে ৪র্থ ইউএস-বাংলাদেশ সিএফটি শীর্ষক এ সম্মেলন শুরু হবে ব্যাংককে। তিনদিন ব্যাপি সম্মেলনে শেষ হবে ১০ আগস্ট। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিশ্বব্যাপি সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশের রাষ্ট্রায়ত্ব ও বেসরকারী ২৯ ব্যাংক নির্বাহীদের সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী, অগ্রণী ও কৃষি ব্যাংকের নির্বাহীরা। বেসরকারী ব্যাংকের মধ্যে রয়েছে ইস্টার্ন, ডাচবাংলা, ঢাকা, আইএফআইসি, ইউসিবি, সাউথইস্ট, সিটি, ব্যাংক এশিয়া, এনআরবি, যমুনা, মিডল্যান্ড, এক্সিম, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি এনএ, শাহজালাল ইসলামী, ট্রাস্ট, পূবালী, ফার্স্ট সিকিউরিটি, ওয়ান, প্রাইম, এনআরবি গ্লোবাল, মধুমতি, সিমান্ত, মিউচুয়াল ট্রাস্ট, এইচএসবিসি, ব্র্যাক ব্যাংক।
এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের কোন খরজ বহন করতে হচ্ছে না। এখানে সব খরজ বহন করছে যুক্তরাষ্ট্রে। তিনি বলেন, তথ্য প্রযুক্তিতে সব চেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র তারাই এই আয়েজন করছে।
সিরাজুল ইসলাম বলেন, বিশ্বব্যাপি সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে যুক্তরাষ্ট্রে যে পদক্ষে নিয়াছে বাংলাদেশের ব্যাংকের প্রধান নির্বাহীরা এখন থেকে আনেক কিছু শিখতে পারবেন। তাতে বাংলাদেশ অনেক উপক্রিত হবে।

 

পূর্ববর্তী নিবন্ধদুই কার্যদিবস পর উত্থানে ফিরেছে শেয়ারবাজার
পরবর্তী নিবন্ধআহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে : প্রধানমন্ত্রী