ডেসটিনির এমডি রফিকুল আমিনের মামলা বাতিলের আবেদন খারিজ

দুর্নীতির মামলা বাতিল চেয়ে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ফলে বিচারিক আদালতে চলমান এ মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম মইনুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন ও একেএম আমিনউদ্দিন মানিক।

সম্পদ বিবরণী জমা না দেয়ায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রফিকুল আমিনের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করা হয়।

মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মাদ মোয়াজ্জেম হোসেন।

পরে ২০১৭ সালের ৬ জুন মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৮ এ বিচারাধীন।

চলতি বছরের ১২ মার্চ এ মামলা থেকে অব্যাহতির আবেদন করলে তা নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন বিচারিক আদালত।

পরে সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান রফিকুল আমিন। আজ শুনানি নিয়ে আদালত তার আবেদন খারিজের আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল খালেদার জামিন
পরবর্তী নিবন্ধনির্বাচনে অনিয়ম হবে না সে নিশ্চয়তা দেয়া যায় না : সিইসি