সোমবার এক ঘোষণায় চীন জানায়, উন্নতমানের এ নতুন এয়ারক্র্যাফ্টটি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। পাশাপাশি যেকোনো ধরনের মিসাইল প্রতিরোধ ব্যবস্থাকেও ভেদ করে যেতে সক্ষম হবে এ নতুন এয়ারক্র্যাফ্ট।
চায়না আকাডেমি অব এয়ারোস্পেস এয়ারোডায়নামিকস (সিএএএ) এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার উত্তর-পশ্চিম চীন থেকে Starry Sky-2 লঞ্চ করা হয়। পূর্ব নির্ধারিত জায়গা থেকে একটি রকেটে সাহায্যে লঞ্চ করা হয়। শব্দের থেকে পাঁচগুণ বা তার থেকেও বেশি গতিবেগে যেতে পারে এ হাইপারসনিক বিমান।
চীনের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, হাইপারসনিকের এ পরীক্ষায় সফল হয়েছে চীন। চীন মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কর্পোরেশনের সঙ্গে সিএএএ-এর যৌথভাবে এ হাইপারসনিক এয়ারক্র্যাফ্টটি ডিজাইন করেছে।
চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সের এক গবেষক জানিয়েছেন, ‘এর স্পিড হাইপারসনিক। বেজিং থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা।’
তবে চীন প্রথম হাইপারসনিক এয়ারক্র্যাফটের পরীক্ষায় সফল হলেও একই ধরনের এয়ারক্র্যাফট তৈরিতে গবেষণা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।