পপুলার২৪নিউজ ডেস্ক :
যাত্রী সংকটে কারণে আরও একটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টানা তিনদিন একই কারণে হজ ফ্লাইট বাতিল করা হলো। এ নিয়ে মোট ১১টি হজ ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। আর এসব ফ্লাইট বাতিলের কারণে বিমান বাংলাদেশ এয়ারলান্সের ৪ হাজার ৪০০ ক্যাপাসিটি লস হয়েছে।
বাংলাদেশ বিমান ও হজক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে, বাতিল হওয়া বিজি-১০৬৭ ফ্লাইটটি শনিবার বিকেল ৫টা ৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা ছিলো।
এদিকে, আজ (শনিবার) একটি ফ্লাইট ব্যতিত মোট ৮টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ও সৌদি এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট।
প্রসঙ্গত, এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন।