প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের গাড়িচালকের বিরুদ্ধে মামলা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ছবি ফেসবুক থেকে নেয়া

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চালকের লাইসেন্স না থাকায় তারা আটকে দেয় বিজিবির গাড়ি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবর রহমানের গাড়ির চালকের বিরুদ্ধেও মামলা হয়েছে।

প্রথমে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবর রহমানের গাড়ি আটকে দেয়। এ সময় মুখ্য সচিব গাড়িতে ছিলেন না।

শিক্ষার্থীরা গাড়ি আটকে চালকের লাইসেন্স দেখতে চায়। দেখা যায়, লাইসেন্সটি মেয়াদোত্তীর্ণ।

এরপর সেখানে কর্তব্যরত সার্জেন্ট জাফর ইমাম লাইসেন্স নবায়ন না করায় একটি মামলা করেন।

জাফর ইমাম জানান, গাড়িটি ছিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবর রহমানের।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের ঘরে ফিরতে বললেন দিয়ার বাবা, করিমের মা
পরবর্তী নিবন্ধপানিসম্পদমন্ত্রী মঞ্জুর গাড়ি আটকে দিলেন শিক্ষার্থীরা