রাজশাহীতে বেসরকারিভাবে জয়ী আওয়ামী লীগের প্রার্থী লিটন

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র হিসেবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি পেয়েছেন ১৬৬৩৯৪ ভোট।

অপরদিকে তার নিকটমত প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মনিরুজ্জামান বুলবুল পেয়েছেন ৭৮৪৯২ ভোট।

মোট ১৩৮টি কেন্দ্রের সবগুলোর বেসরকাীর ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

সোমবার সকাল আটটা থেকে বেলা চারটা পর্যন্ত রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে ভোট গ্রহণ করা হয়।

তবে কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে নিজের ভোটও দিলেন না রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

ভোট না দেয়ার এই কারণ হিসেবে তিনি বলেছেন, “আমার প্রতিক্রিয়া হচ্ছে যে বিপন্ন গণতন্ত্র। আমি আমার ভোট পর্যন্ত দেইনি। যেখানে ভোটের মূল্য নাই। যেখানে রাষ্ট্রের কর্মচারীরা, ভোট চুরির সাথে সম্পৃক্ত। সেখানে আমার ভোটের কোনো দাম নেই। আমি মাননীয় অনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুধু এটুকু বলতে চাই- তার নিজের দিকে তাকাতে। তার আশপাশে যে কর্মচারী লোকজন রয়েছে-তাদের কাছে জিজ্ঞেস করতে যে, আমরা সঠিক কাজটি করছি কি না?”

তবে, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

তবে কিছু অনিয়ম হয়েছে বলে তিনি উল্লেখ করেন। যেসব কেন্দ্রের বিষয়ে অভিযোগ এসেছে, তা তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক রেজোয়ানকে হুমকির ঘটনায় ডিআরইউ-সিএমএজেএফের নিন্দা
পরবর্তী নিবন্ধসিলেট সিটি কর্পোরেশনে এগিয়ে আরিফুল হক