বুলবুলের পুরনো ছবি দিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে মামলা

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের একটি পুরনো ছবি দিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে আইসিটি আইনে মামলা হয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম শুক্রবার রাতে বোয়ালিয়া থানায় মামলাটি করেন।

মামলায় হাসান আল বাকার ও বদিউজ্জামান সাহেদ নামের দুজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, হাসান আল বাকার ও বদিউজ্জামান বৃহস্পতিবার তাদের ফেসবুক আইডির পোস্টে উল্লেখ করেন, সকালে (বৃহস্পতিবার) পুলিশের গুলিতে বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল আহত হয়েছেন।

তারা ওই পোস্টে আরও বলেন, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার প্রহসনের প্রতিশ্রুতির নমুনা। রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইয়ের পায়ে গুলি করেছে পুলিশ।

তবে ওই দিন বিকালে সংবাদ সম্মেলনে এ অপপ্রচারের প্রতিবাদ জানান রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বুলবুলের আহত অবস্থায় শুয়ে থাকার ওই ছবিটি পুরনো। ২০১৩ সালে ২৭ নভেম্বর রাজশাহী কলেজের সামনে হরতাল এবং অবরোধের সমর্থনে মিছিল বের করেন ১৮ দলের নেতাকর্মীরা।

এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। এতে আহত হয়েছিলেন তৎকালীন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

মামলার বাদী অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের মাধ্যমে বিএনপি ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে বিএনপির মেয়রপ্রার্থী সাধারণ ভোটারদের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন। এর ফলে আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হয়েছে। আর এ কারণেই যে দুজন ব্যক্তি তাদের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধবিএফইউজের সভাপতি মোল্লা জালাল
পরবর্তী নিবন্ধরাজশাহীতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন