সেঞ্চুরি করেই চলেছেন ইনজামামের ভাতিজা ইমাম

 পপুলার২৪নিউজ ডেস্ক:

দলে তার জায়গা পাওয়া কি চাচার জোরে! ইনজামাম-উল-হক প্রধান নির্বাচক বলেই কি ইমাম-উল-হক পাকিস্তান দলে? সমালোচকরা অনেক কথা বললেও এখন নিশ্চয়ই মুখে কুলুপ এঁটে থাকবেন। ইমাম যে জবাব দিচ্ছেন তার ব্যাটেই। ২২ বছর বয়সী এই ওপেনার নয় ওয়ানডের ক্যারিয়ারে ইতোমধ্যেই পেয়ে গেছেন ৪টি সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে আজ করলেন টানা দ্বিতীয় শতক।

আগের ম্যাচে ফাখর জামানের সঙ্গে বিশ্বরেকর্ড গড়া ওপেনিং জুটি গড়েছিলেন। ইমাম করেছিলেন ১১৩ রান। এবার খেললেন ১১০ রানের ইনিংস। ১০৫ বলে গড়া যে ইনিংসটি ছিল ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় সাজানো।

৭৬ বলে ৯ বাউন্ডারি আর ২ ছক্কায় ১০৬ রানে অপরাজিত ছিলেন বাবর। সমান ১৮ রান করে করেন শোয়েব মালিক আর আসিফ আলী। সবমিলিয়ে ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩৬৪ রান। হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়েকে করতে হবে ৩৬৫ রান।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন কমিশনের পদত্যাগ দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির
পরবর্তী নিবন্ধকোনো শর্ত মেনে নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কাদের