ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি গেলেন এরশাদ

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

ভারত সরকারের আমন্ত্রণে তিনদিনের সফরে দিল্লি গেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে জেট এয়ারওয়েজের একটি বিমানে দিল্লি যান তিনি।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় ও মেজর (অব.) খালেদ আখতার এরশাদের সফর সঙ্গী হিসেবে দিল্লি গেছেন।

আগামী ২৫ জুলাই বিকেলে জাপা চেয়ারম্যান ও তার সফর দেশে ফিরে আসার কথা রয়েছে।

এ সময় তাদেরকে বিদায় জানাতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, মো. আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, সৈয়দ আবদুল মান্নান, এসএম ফয়সল চিশতি, মীর আবদুস সবুব আসুদ, মো. আজম খান, নাসরিন জাহান রত্না এমপি, ব্যারিষ্টার দিলারা খন্দকার, চেয়ারম্যানের উপদেষ্টা সেলিম উদ্দিন এমপি, আলহাজ্জ জয়নাল আবেদিন।

পূর্ববর্তী নিবন্ধচীন ভিন্ন রকম স্নায়ুযুদ্ধ চালাচ্ছে : সিআইএ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সুপারমার্কেটে এক নারীকে গুলি করে হত্যা