সাঈদ আনোয়ারের রেকর্ড ভাঙলেন ফখর জামান

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর সেই উত্তেজনা আরও বেড়ে যায় এশিয়ার চীরপ্রতিদ্বন্দ্বী দুই দল যখন কেনো টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয়। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে টানটান উত্তেজনাকর ম্যাচে সেঞ্চুরি (১১৪) করে আলোচনায় ঝড় তুলে দেন ফখর জামান। তার সেঞ্চুরিতে চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম ফেবারিট দল ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

সেই ফখর জামানই আলো ছড়াচ্ছেন পাকিস্তান ক্রিকেটে। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম-উল-হকের সঙ্গে উদ্বোধনীতে ৩০৪ রানের জুটিতে বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে ২১০ রানের ইনিংস খেলেন ফখর জামান।

পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করলেন ফখর জামান। এর আগে সর্বোচ্চ ১৯৪ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাইদ আনোয়ার। তিনি ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ১৪৬ বলে ১৯৪ রানের ইনিংস গড়েছিলেন। ২০ বছর পর সাইদ আনোয়ারের সেই রেকর্ড ভেঙে দিলেন ২৮ বছর বয়সী ফখর জামান।

এদিন ফখর জামান তো নিজেকেও ছাড়িয়ে যান। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান এই সফরে গত সোমবার বুলাওয়ের এই মাঠেই নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ ১১৭ রানের ইনিংস খেলে ছিলেন তিনি। এদিন ২১০ রানের ইনিংস গড়ার মধ্য দিয়ে নিজেকেও ছাড়িয়ে যান আন্তর্জাতিক ১৭তম ওয়ানডে খেলা ফখর জামান।

এদিন ইনিংসের শুরু থেকে শেষ বল পর্যন্ত খেলে পাকিস্তানের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেন ফখর জামান। তার ১৫৬ বলে ২৪ চার ও ৫ ছক্কায় গড়া ২১০ রানের ইনিংসে ভর করে ১ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধআব্রামকে নিয়ে অপুর আবেগাপ্লুত স্ট্যাটাস
পরবর্তী নিবন্ধবিশ্ব রেকর্ড গড়লেন ইমাম-উল-হক ও ফখর জামান