পপুলার২৪নিউজ ডেস্ক:
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে ঐতিহাসিক বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার দুপুর ২টার কিছু সময় পর এই প্রথমবারের মতো বৈঠকে বসলেন এ দুই নেতা।
সফলভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য বৈঠকের শুরুতে ট্রাম্প পুতিনকে ধন্যবাদ জানান। দুই নেতা পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করেন।
বিশ্বের প্রভাবশালী এ দুই নেতার মধ্যে পূর্বনির্ধারিত বৈঠক শুরু হলেও বৈঠকের কোনো আলোচ্যসূচি নেই। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য সংলাপ এগিয়ে নিয়ে যাবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, উভয়পক্ষই বৈঠকে বসতে সম্মত হলেও এখানে কোনো আলোচ্যসূচি রাখা হয়নি।