পপুলার২৪নিউজ ডেস্ক:
ফুটবল নিয়ে নানা রকম শিল্প রয়েছে। এই বলটি নিয়ে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে শৈল্পিক দৃশ্য তৈরির নজির রয়েছে। কিন্তু নারীর পায়ে ফুটবলকে শিল্প হিসেবে দেখা যায় না বললেই চলে।
তবে এবার ইন্টারনেট দুনিয়া মাতিয়ে দিয়েছেন এক হিজাবি তরুণী। তার পায়ে পায়ে ফুটবলে ছন্দ তুলছে। ব্যালান্স করছে মাথা দিয়ে। ড্রিবলিং, জাগলিং, ব্যালান্সিং যেন তার বাঁ-পায়ের খেল।
ইনস্টাগ্রামে ফুটবলের সেই ট্রিকস পোস্ট করেছেন মালয়েশিয়ার খুইরুন্নিসা এনদাং ওয়াহুদি নামের ওই তরুণী। পরনে গোলাপি হিজাব। পায়ে কালো স্ল্যাক্স আর বুট। রাস্তার মাঝে দাঁড়িয়ে ট্রিকস দেখাচ্ছেন তিনি।
১৮ বছরের খুইরুন্নিসার এই দক্ষতা দেখে তাক লাগছে দুনিয়ায়। ২০১৬ থেকে ফুটবলের প্রেমে পড়ে যায় এই তরুণী। এরপর ইউটিউবে ভিডিও দেখে স্টান্ট প্র্যাকটিস শুরু।
যদিও মালয়েশিয়ার র্যাংকিং খুব একটা ভালো নয়। তবু ফুটবলে সেদেশের এক অন্যতম প্রিয় খেলা। আর গোটা দুনিয়া যখন ফিফা জ্বরে কাঁপছে, তখন এই ধরনের ভিডিওতে ভরে উঠেছে সামাজিক মাধ্যম।