কোটা আন্দোলন, ফারুক জসিম ও মশিউর দুদিনের রিমান্ডে

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

কোটা
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুর মামলায় ফারুকসহ তিন শিক্ষার্থীর দুদিন করে রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ রিমান্ড মঞ্জুর করেন।

তিন শিক্ষার্থী হলেন— সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, জসিম উদ্দিন ও মশিউর।

মামলার চার আসামির মধ্যে তরিকুল ইসলামের (২২) পরীক্ষা থাকায় তার রিমান্ড শুনানি হয়নি। আগামী ১৭ জুলাই তার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (রমনা) বাহাউদ্দিন ফারুকী চার আসামির জন্যই সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, শাহিদ রিজভী ও সাহারা হোসেন রিমান্ড বাতিল করে চার শিক্ষার্থীর জামিনের আবেদন করেন।

এর আগে গত ২ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযু্ক্তি আইনের মামলায় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকার সিএমএম আদালত। পরে আবার পৃথক দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধথাই গুহা থেকে আরও দুই কিশোর উদ্ধার
পরবর্তী নিবন্ধএক বিজ্ঞাপনেই কোটি রুপি পাচ্ছেন প্রিয়া!