মেহেরপুরে ভ্যানচালক হত্যায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে ভ্যানচালক খবীর হোসেন (৩৮) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জোড়পুকুরিয়া গ্রামের আবু জেহেলের ছেলে রবিউল ইসলাম, সাবান আলীর ছেলে অক্কাস আলী, আইয়ুব আলীর ছেলে বিপ্লব।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১১ নভেম্বর রাতে ভ্যানচালক খবির বাড়ি থেকে বের হয়ে যান। পরদিন রাতে জোড়পুকুর গ্রামের প্রধান সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবার। ১২ নভেম্বর মেহেরপুর গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার ভাই আছের আলী।

এই মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পূর্ববর্তী নিবন্ধরাম এসেও ধর্ষণ আটকাতে পারবেন না
পরবর্তী নিবন্ধচাকরিতে কার জন্য কত কোটা সংসদে জানালেন মন্ত্রী