২০ সেপ্টেম্বরের মধ্যে বায়রা কার্যনির্বাহী কমিটির নির্বাচন করতে নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বলেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম অমিত।

অন্যপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, ১২ জুলাই এ কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ১৩ জুলাই থেকে দ্বিতীয় প্রশাসনিক কর্মকর্তা এর দায়িত্ব নেবেন এবং ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

গত ২৮ মে আবদুল আলীমসহ বায়রার ১০ সদস্যের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরও ৯ মাস বাড়িয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

পূর্ববর্তী নিবন্ধইরানে নাচের অপরাধে কিশোরী গ্রেফতার, প্রতিবাদে আরও নাচ
পরবর্তী নিবন্ধস্থগিত আদেশ প্রত্যাহার, নির্বাচন হচ্ছে বিএফইউজের