টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাপুয়া নিউগিনির পর নেদারল্যান্ডসকে তাদেরই মাটিতে গুঁড়িয়ে দিয়েছে সালমা-জাহানারারা। স্বাগতিকদের মাত্র ৪৩ রানে অলআউট করে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টস জিতে প্রথমে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগ্রেস বোলারদের সামনে পাত্তাই পাননি স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। নেদারল্যান্ডসের ছয় ব্যাটসম্যান শুন্য রানেই সাজঘরে ফিরেন। দলের পক্ষে দুই অংকের রান করতে পেরেছেন কেবল দুজন। স্টেরি ক্যালিস ১৫ আর ডেনিসে হানেমা করেন ১৪ রান।
বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন রুমানা আহমেদ আর ফাহিমা খাতুন। পান্না ঘোষ ২টি এবং সালমা খাতুন আর নাহিদা আক্তার নেন ১টি করে উইকেট।
এরপর জয় তুলে নিতে একেবারেই কষ্ট হয়নি বাংলাদেশের মেয়েদের। ৩২ রানে ৩টি উইকেট হারালেও শামিমা সুলতানার ১৪ আর ফারজানা হকের অপরাজিত ১১ রানে ভর করে ৭৩ বল হাতে রেখেই জিতেছে সফরকারিরা।