পপুলার২৪নিউজ ডেস্ক:
কোয়ার্টার-ফাইনাল থেকে ব্রাজিল বিদায় নেওয়ায় আশাভঙ্গের যন্ত্রণায় পুড়ছেন রোনালদো। সেলেসাওদের জন্য এটা খুবই খারাপ ফল বলে মনে হচ্ছে তার। তবে হতাশ হলেও ব্রাজিলের দুটি বিশ্বকাপ জয়ী দলের সদস্যের আশা, দলের সঙ্গে থেকে যাবেন কোচ তিতে।
শুক্রবার রাতে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন গুঁড়িয়ে যায় ব্রাজিলের। ২০১৪ সালে নিজেদের মাঠে হওয়া আসরের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে গিয়েছিল সেলেসাওরা।
২০০২ সালে ব্রাজিলকে সর্বশেষ বিশ্বকাপ এনে দেওয়া রোনালদো গ্লোবোকে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসেব না মেলার কথা জানান।
“আমরা নিজেদের মাঠে সেমি-ফাইনালে হেরেছিলাম। রাশিয়ায় কোয়ার্টার-ফাইনালে হারলাম…..। কিন্তু আমরা সেলেসাওদের কাছে বরাবরের মতো এবারও অনেক প্রত্যাশা করেছিলাম।”
“পরিকল্পনা সাজানোর সময় এখন। কেননা, খারাপ না খেলা সত্ত্বেও এটা ভয়ঙ্কর ফল। জাতীয় দলের জন্য এটা খুবই খারাপ ফল।”
“আমি বিশ্বাস করি তিতে অবশ্যই থেকে যাবেন। তিনি চমৎকার কাজ করছেন; তাকে এই কাজ চালিয়ে যেতে হবে।”