কক্সবাজারের টেকনাফের সাবরাং পুরান পাড়া এলাকায় অভিযান চালিয়ে সবজির ব্যাগ থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসব ইয়াবার অর্থমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, বৃহস্পতিবার রাতে সাবরাং বিওপির নায়েক মো. মনিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল মটরসাইকেলযোগে কাটাবুনিয়া এলাকায় বিশেষ টহলে যায়। একজনকে ব্যাগ হাতে নয়াপাড়া বাজারের দিক হতে পুরানপাড়া এলাকার দিকে আসতে দেখে সন্দেহ হওয়ায় তাকে অনুসরণ করে। লোকটি বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ব্যাগটি রাস্তার পার্শ্বে ফেলে কর্দমাক্ত এলাকা দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। টহলদল ব্যাগটি তল্লাশি করে ব্যাগে রক্ষিত বেগুন এবং বরবটির সাথে কৌশলে লুকায়িত অবস্থায় পলিথিন দ্বারা মোড়ানো ইয়াবা ভর্তি সেই প্যাকেটটি দেখতে পায়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।