কুড়িগ্রামে ধরলার পানি বিপদসীমার ২৮ সে.মি. উপরে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

কুড়িগ্রামে ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে সদর ও ফুলবাড়ী উপজেলায় ধরলা নদী অববাহিকার চরাঞ্চলের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়ে পড়ে। এসব এলাকার কাঁচা সড়ক তলিয়ে থাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

ফুলবাড়ী উপজেলায় ধরলা অববাহিকার রাঙামাটি, খোচাবাড়ী, বড়ভিটা, বড়লই, চর বড়লই, ধনীরাম, কবির মামুদ, প্রাণকৃঞ্চ, চন্দ্রখানা, সোনইকাজী, রামপ্রসাদ, যতিন্দ্র নারায়ণ, ঝাউকুটি, শিমুলবাড়ী, চড় গোরক মন্ডল, গোরক মন্ডলসহ ধরলার তীরবর্তি এলাকায় বৃহস্পতিবার রাত থেকে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে অনেক ঘর-বাড়ি।  ঘর-বাড়ি প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ২০ হাজার মানুষ। তলিয়ে গেছে সবজি ক্ষেত।

এদিকে ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সেগুলো বিপদসীমার নিচে রয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম।

 

পূর্ববর্তী নিবন্ধমুগ্ধতা ছড়াচ্ছে বিশ্বের প্রথম ডিজিটাল আর্ট মিউজিয়াম
পরবর্তী নিবন্ধসুইডিশ ফুটবলারদের অনুপ্রেরণা যোগাতে অভিনব পদ্ধতি