জনগণের উন্নয়নের স্বার্থে সরকারের ব্যয় কমিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী। এ নিয়ে বৃহস্পতিবার বৈঠক হয়েছে। এতে তিনি ঘোষণা দেন, একজন মন্ত্রী একটি গাড়ি-ই ব্যবহার করতে পারবেন। একাধিক গাড়ি ব্যবহার করা যাবে না। সরকারি কোষাগারের ওপর চাপ কমানোর জন্য মন্ত্রী ও দফতরের অফিসাররা কীভাবে খরচ কমাতে পারেন, সেজন্য এদিন একাধিক নির্দেশাবলী জারি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাতে বলা হয়েছে:
– বেসরকারি হোটেলের বদলে সরকারি হল বা স্টেডিয়ামে করতে হবে বৈঠক।
– সরকারি অনুষ্ঠানের আয়োজন হবে সাদামাটা।
– অফিস রুম, গেস্ট হাউস সাজানোর খরচ কমাতে হবে।
– সরকারি অনুষ্ঠানে উপহার ও খাওয়ার খরচ কমানোরও নির্দেশ দিয়েছেন তিনি।
– সব অতিথিকে ফুলের তোড়া দেওয়ার প্রথাতেও পড়ছে দাঁড়ি।
– রাজ্য ও জেলা সদরে বৈঠকে গাড়ির খরচ কমাতে ভিডিও কনফারেন্সিং।
– নতুন গাড়ি কেনা ও গাড়ি ব্যবহারের খরচেও লাগাম টানার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
– এসি বসানো ও ব্যবহারে সতর্ক হতে হবে।
– সরকারি অফিসারদের বিদেশ সফরেও জারি হচ্ছে বিধি-নিষেধ।
– সরকারি কর্মকর্তাদের বিমানের ইকোনমি ক্লাসে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে ডাকা বৈঠকেও ছিল ব্যয়সংকোচের ছাপ। দুপুরের খাওয়ার মেনু থেকে বাদ দেয়া হয় ইলিশ, চিংড়ি, মাটন, ফিশ ফ্রাই, কাবাব সব। লাঞ্চে এদিন পোনা মাছ ছাড়া আর কোনও আমিষ পদ ছিল না। শুক্তো, পনির, ডাল, আলুভাজা, আলু-পটল, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লার ব্যুফেতেই প্রায় ৪৭৫ জনের খাওয়ার ব্যবস্থা করা হয়।
সূত্র: জি নিউজ