পপুলার২৪নিউজ ডেস্ক:
থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করতে গিয়ে আজ শুক্রবার সকালে (স্থানীয় সময়) এক ডুবুরীর মৃত্যু হয়েছে। সেই উদ্ধার কর্মীর নাম সামান কুনান (৩৭)। ব্যাংকক পোস্ট এ খবর প্রকাশ করেছে।
সামান কুনানের কাজ ছিল থাম লুয়াং নামের সেই গুহায় আটকে পড়া ফুটবলাদের অক্সিজেন দিয়ে আসা। সেই কাজটি করে ফিরে আসার পথে অক্সিজেনের অভাবেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। তার সহকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি।
গত ২৩ জুন ১১-১৬ বছর বয়সী ওই ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ চিয়াং রাইয়ের থাম লুয়াং গুহায় প্রবেশ করে। পরে প্রবল বৃষ্টিতে গুহার প্রবেশপথ বন্ধ হয়ে তারা ভেতরে আটকা পড়ে। কেউ সাঁতার না জানায় তাদের উদ্ধার করা বেশ কঠিন হয়ে পড়েছে।