বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়

পপুলার২৪নিউজ ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগ থেকেই স্বাগতিকদের পেস আক্রমণ নিয়ে আশঙ্কা করা হয়েছিল। বাস্তবে সেটাই হতে যাচ্ছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ১৮ রান জমা করতেই ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছে বাংলাদেশ দল।

ওপেনার তামিম ইকবাল এবং মুমিনুল হক রানের খাতা খুলার সুযোগ পেলেও শূন্য রানে ফিরে গেলেন মুশফিকুর রহিম, অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

মাত্র ৪ বলে ৩ উইকেটে হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের পেস গতিতে রীতিমতো ধুঁকছেন টাইগাররা।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে টসে জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।

উল্লেখ্য, ক্যারিবীয় সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

পূর্ববর্তী নিবন্ধইরানের স্বার্থ নিশ্চিত করা হলে পারমাণবিক চুক্তিতে থাকব: রুহানি
পরবর্তী নিবন্ধছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা