মিরপুরে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

রাজধানীর মিরপুরে দিশারী পরিবহনের একটি বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহতের নাম মাসুদ রানা (২৪)। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির-বিইউবিটি ছাত্র।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে মিরপুর চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহআলী থানার এসআই তাজনাহার।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মিরপুর সনি সিনেমা হলের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এসময় তারা বিভিন্ন পরিবহনের বেশ কয়েকটি মিনিবাস ভাঙচুর করে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন।

জানা গেছে, মাসুদ রানা বিইউবিটির বিবিএ ডিপার্টমেন্টের ৩০ তম ব্যাচের শিক্ষার্থী ছিল।

সকালে ক্যাম্পাসে আসার সময় দিশারী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা দ্রুত উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই তাজনাহার  জানান, ঘটনার পর দিশারী পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। তাকে ধরতে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রীয় কারখানায় ন্যূনতম মজুরি দ্বিগুণ বেড়ে ৮৩০০ টাকা
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জে শিশু হত্যায় দুই আসামির ফাঁসির আদেশ