দুদক কমিশনার হলেন ড. মোজাম্মেল হক খান

পপুলার২৪নিউজ ডেস্ক:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানকে দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার এ নিয়োগ প্রদান করা হয় বলে সোমবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ৬ ধারা বিধান মতে, বিদ্যমান সরকারি আর্থিক বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে (অবসরোত্তর ছুটি বাতিল করে) ড. মো. মোজাম্মেল হক খানকে দুর্নীতি দমন কমিশনের কমিশানর পদে নিয়োগ করা হল।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, ড. মোজাম্মেল হক খান পদমর্যাদায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান সুযোগ সুবিধা পাবেন।

পূর্ববর্তী নিবন্ধকোটা সংস্কার আন্দোলনের নেতাকে তুলে নিয়ে গেছে ছাত্রলীগ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গারা বিচার চায়, বাড়ি ফিরতে চায়: জাতিসংঘ মহাসচিব