অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর নিজ দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান জানান, সকাল ৯টার দিকে বৈঠক শুরু হয়ে ১০টায় শেষ হয়। বৈঠক শেষে দু’জনই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাশন, নিরাপদ পানি ও সামাজিক সুরক্ষার ব্যবস্থায় বাংলাদেশকে ৪৮ কোটি ডলার (তিন হাজার ৯৩৬ কোটি টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ এ সহায়তার প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার ছাড়ের অনুমোদন দিয়েছে, যা বাংলাদেশে চলমান বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হবে।

কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা বিভাগের সঙ্গে যৌথভাবে রোহিঙ্গাদের জন্য এ সাহায্য দিচ্ছে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থা -আইডিএ।

কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে থাকা রোহিঙ্গা মা ও শিশুর স্বাস্থ্য সেবা, কিশোর বয়সীদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি, জন্ম নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্যসেবায় এ অর্থ ব্যয় করা হবে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ও তাদের দুর্দশার কথা শুনতে কক্সবাজারে শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

এছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধানের উপায় খুঁজতে গতকাল গভীর রাতে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ঢাকায়  
পরবর্তী নিবন্ধআজ জয়া আহসানের জন্মদিন