মিরপুরে গৃহকর্মী নির্যাতন : গৃহকর্তা-কর্ত্রী কারাগারে

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে এক মেয়ে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্তা সাহাদাত হোসেন (৩৫) ও গৃহকর্ত্রী সাত্তা আকবরকে (৩১) কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে গৃহকর্তা-কর্ত্রীর আইনজীবী জামিনের আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ জামিন শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিরপুর থানা আদালতের নিবন্ধন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, রাজধানীর রমনা থানাধীন ইস্কাটনে শাওন নামে এক শিশু গৃহকর্মী নির্যাতনের রেশ কাটতে না কাটতেই মিরপুরে ওই মেয়ে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে।

মিরপুর মডেল থানাধীন মিরপুর-৬ এর ৯নং লেনের ৭নং বাসায় ওই গৃহকর্মীকে নির্যাতন চালিয়ে আসছিলেন গৃহকর্তা সাহাদাত হোসেন (৩৫) ও গৃহকর্ত্রী সাত্তা আকবর (৩১)।

অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানা পুলিশ গৃহকর্তা-কর্ত্রীকে আটক করে হেফাজতে নেয়।

গৃহকর্মী মমতার অভিযোগ, তাকে প্রায়ই মারধর করা হয়। পর্যাপ্ত খাবার দেয়া হতো না। চুলের মুঠি ধরে আজও (বৃহস্পতিবার) বেধড়ক মারধর করা হয়।

পরিদর্শক ওয়াহিদুজ্জামান জানান, মমতার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার বাড়ি নোয়াখালীতে। বাবার নাম বুদ্ধি হাওলাদার। এর বেশি তথ্য সে দিতে পারেনি।

অভিযুক্ত গৃহকর্তা সাহাদাত হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইটি বিভাগে কর্মরত এবং স্ত্রী সাত্তা আকবর গৃহিণী।

পূর্ববর্তী নিবন্ধসৌদি জোটের বিরুদ্ধে অবস্থান ঘোষণা কাতারের
পরবর্তী নিবন্ধপ্রথমার্ধে ব্রাজিলকে আটকে রাখল কোস্টারিকা